bangla news

সোনারগাঁওয়ে ট্রাকচাপায় গৃহবধূ নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-১০-২৮ ৬:১৮:৩৮ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার নোয়াগাঁও ইউনিয়নে ট্রাকচাপায় পারভীন বেগম (৪৫) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।

রোববার (২৮ অক্টোবর) সকালে ইউনিয়নের চরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পারভীন ওই উপজেলার জামপুর ইউনিয়নের উত্তর কাজিপাড়া ( জুমাবাড়ি) গ্রামের মহিউদ্দিনের স্ত্রী।

এলাকাবাসী জানায়, সকালে জা’কে (স্বামীর ভাইয়ের বউ) নিয়ে হেঁটে ছেলের শশুর বাড়ি পাশ্ববর্তী চরপাড়া যাচ্ছিলেন পারভীন। পথে চরপাড়া দৌলত হাজির বাড়ির সামনে পৌঁছলে একটি ট্রাক পারভীনকে চাপা দেয়। এসময় এলাকাবাসী পারভীনকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তিনি মারা যান। ঘটনার পর এলাকাবাসী ট্রাকটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে গেছে। 

কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম আলী সরদার বাংলানিউজকে বলেন, ঘটনাটি শুনেছি। বিষয়টি স্থানীয় চেয়ারম্যানের মাধ্যমে মীমাংসার আশ্বাসে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফন করেছে এলাকাবাসী।

বাংলাদেশ সময়: ১৮১৫ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
এসআরএস

ক্লিক করুন, আরো পড়ুন :   সড়ক দুর্ঘটনা নারায়ণগঞ্জ
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2018-10-28 18:18:38