ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২৮ ঘণ্টা, অক্টোবর ২৮, ২০১৮
দাবি আদায় না হওয়া পর্যন্ত শাহবাগে অবস্থান কর্মসূচি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি): সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করার দাবিতে রাজধানীর শাহবাগে টানা অবস্থান- কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদ।

শনিবার (২৭ অক্টোবর) রাতে পরিষদের মুখপাত্র ইমতিয়াজ হোসেন বাংলানিউজকে এ তথ্য জানান।  

তিনি বাংলানিউজকে বলেন, আমাদের দাবি সরকারি চাকরিতে প্রবেশের বয়স ৩৫ না করা পর্যন্ত আমরা শাহবাগে অবস্থান কর্মসূচি করে যাবো।

দাবির স্বপক্ষে সন্ধ্যার পর মোমবাতি প্রজ্জ্বলন করেন তারা।

এদিকে দুপুর থেকে করা শাহবাগ মোড় এখনো অবরোধ রয়েছে। এতে যান চলাচল বন্ধ থাকার কারণে যানজটের সৃষ্টি হয়েছে। এ সড়ক দিয়ে যাতায়াতকারীরা ভোগান্তিতে পড়েছেন।

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
এসকেবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।