ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

একঝাঁক উপহার নিয়ে কলাপাড়া-বরগুনায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
একঝাঁক উপহার নিয়ে কলাপাড়া-বরগুনায় যাচ্ছেন প্রধানমন্ত্রী

পটুয়াখালী: একঝাঁক উন্নয়নমূলক কাজ উদ্বোধন এবং উন্নয়ন প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করতে শনিবার (২৭ অক্টোবর) সকালে পটুয়াখালীর কলাপাড়া এবং বরগুনার তালতলীতে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

কলাপাড়ায় তিনি নির্মানাধীন তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ক্ষতিগ্রস্ত ১৩০টি পরিবারের জন্য নবনির্মিত ‘স্বপ্নের ঠিকানা’ নামে আবাসন পল্লী উদ্বোধন করবেন।  

এছাড়া কলাপাড়ার ধানখালী ইউনিয়নের লোন্দাগ্রামে নির্মিত আবাসন পল্লী এলাকায় বেলা ১১টায় আরো পাঁচটি প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এসময় তিনি আরো ১৬টি উন্নয়ন প্রকল্পের ফলক উম্মোচন করবেন।  

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে নিচ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থাসহ সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে পটুয়াখালী জেলা প্রশাসন।

পটুয়াখালীতে নবনির্মিত যেসব উন্নয়ন প্রকল্পের ফলক উম্মোচন করা হবে, সেগুলোর মধ্যে রয়েছে পটুয়াখালী সরকারি কলেজে নবনির্মিত ১৩২ আসন বিশিষ্ট পাঁচতলা ছাত্রীনিবাস, পটুয়াখালী সরকারি কলেজে নবনির্মিত একাডেমিক কাম-এক্সামিনেশন হল, হাজী আক্কেল আলী হাওলাদার কলেজে চারতলা বিশিষ্ট নবনির্মিত একাডেমিক ভবন, ইসহাক মডেল ডিগ্রি কলেজের নবনির্মিত চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন, কুয়াকাটা খানাবাদ কলেজে নবনির্মিত চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন, মুক্তিযোদ্ধা মেমোরিয়াল কলেজের নবনির্মিত চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন, আলহাজ্ব জালাল উদ্দিন কলেজের নবনির্মিত চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন, সুবিদখালী ডিগ্রি কলেজের নবনির্মিত চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন, দুমকি জনতা ডিগ্রি কলেজের নবনির্মিত চারতলা বিশিষ্ট একাডেমিক ভবন, দুমকি উপজেলায় শতভাগ বিদ্যুতায়ন, মির্জাগঞ্জ ৩৩/১১ কেভি বিদ্যুৎ উপকেন্দ্র, ক্ষমতা ১০/১৪ এমভিএ, পায়রা সমুদ্র বন্দরের শেখ হাসিনা সড়ক, পায়রা সমুদ্র বন্দরের সার্ভিস জেটি, পায়রা সমুদ্র বন্দরের মসজিদ, পায়রা সমুদ্র বন্দরের অফিসার্স গেস্ট হাউজ ও পায়রা সমুদ্র বন্দরের স্টাফ ডরমিটরি।

এছাড়া পটুয়াখালী সরকারি কলেজের পাঁচতলা বিজ্ঞান ভবন, মির্জাগঞ্জের কাঠালতলি জিসি-পটুয়াখালী বেতাগী আরএসডি (থানা ব্রিজ) সড়কের শ্রীমন্ত নদীর ওপর ৯৬ মিটার ব্রিজ, উপজেলা পর্যায়ে প্রযুক্তি পৌঁছে দিতে কৃষক প্রশিক্ষণ কেন্দ্র (তৃতীয় পর্যায়ে) শীর্ষক প্রকল্পের আওতায় কলাপাড়া ও মির্জাগঞ্জ উপজেলায় কৃষক প্রশিক্ষণ কেন্দ্র এবং পায়রা সমুদ্র বন্দরের জন্য ভূমি অধিগ্রহণের ফলে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী।
 

পটুয়াখালী থেকে প্রধানমন্ত্রী বরগুনায় যাবেন। সেখানে ২১টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করবেন। এর মধ্যে রয়েছে- বরগুনা সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণ, বামনা উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, বেতাগী উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন, বরগুনা সদরে গণগ্রন্থগার, বরগুনা জেলা পুলিশ লাইনে মহিলা ব্যারাক নির্মাণ, দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের জন্য হোস্টেল নির্মাণ, আমতলী থানা ভবন, বরগুনা সদর ইউনিয়ন ভূমি অফিস, ডৌয়াতলা ইউনিয়ন ভূমি অফিস, হোসনাবাদ ইউনিয়ন ভূমি অফিস, ঘূর্ণিঝড় সিডর ও আইলায় ক্ষতিগ্রস্ত উপকূলীয় বাঁধ পুনর্বাসন, বরগুনা এম.বালিয়াতলী ডিএন কলেজের ৪ তলা একাডেমিক ভবন কাম ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, পাথরঘাটা সৈয়দ ফজলুল হক ডিগ্রি কলেজের চারতলা একাডেমিক ভবন কাম ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, আমতলী ইউনুস আলী খান ডিগ্রি কলেজের চারতলা একাডেমিক ভবন কাম ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, তালতলী উপজেলা প্রাণিসম্পদ উন্নয়ন কেন্দ্র, বাকেরগঞ্জ-পাদ্রীশিবপুর-কাঁঠালতলী-সুবিদখালী-বরগুনা সড়ক প্রশস্ত ও মজবুতিকরণ, বুড়িরচর ইউনিয়ন পরিষদ-হাজারবিঘা-কামড়াবাদ-পুরাকাটা ফেরিঘাট সড়কের ৫৩২০ মিটার চেইনেজে ৫৪ মিটার আরসিসি গার্ডার ব্রিজ, গৌরীচন্না ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স ভবন, বেতাগী উপজেলাধীন বদনীখালী খালের উপর ২০ মিটার চেইনেজে ১২০ মিটার আরসিসি গার্ডার ব্রিজ, বামনা উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবন সম্প্রসারণ, তালতলী উপজেলা পরিষদ কমপ্লেক্স ভবনের শুভ উদ্বোধন।

বিকেল ৩টায় বরগুনা জেলার তালতলী উপজেলার তালতলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এক জনসভায় এসব প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

সর্বশেষ ২০১৩ সালের ১৯ নভেম্বর তালতলীতে একই মাঠে জনসভায় ভাষণ দিয়েছিলেন প্রধানমন্ত্রী। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগমুহূর্তে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে বরগুনা জেলার সর্বত্র বইছে উৎসবের আমেজ।  

বাংলা‌দেশ সময়: ০৮০০ ঘণ্টা, অক্টোবর ২৭, ২০১৮
এমএস/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।