ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

প্রসূতি সেবায় সম্মাননা পেলো ফেনী সদর হাসপাতাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৮ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
প্রসূতি সেবায় সম্মাননা পেলো ফেনী সদর হাসপাতাল সম্মাননা পেলো ফেনী সদর হাসপাতাল। ছবি: বাংলানিউজ

ফেনী: জরুরী প্রসূতি সেবায় বিশেষ অবদানের জন্য বিশেষ সম্মান অর্জন করেছে ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী আধুনিক সদর হাসপাতাল। এ অবদানের জন্য হাসপাতালকে পুরস্কৃত করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

মঙ্গলবার (২৩ অক্টোবর) ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম ফেনীর সিভিল সার্জন ও ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী আধুনিক সদর হাসপাতালের ত্বত্ত্বাবধায়ক ডা. হাসান শাহরিয়ার কবিরের হাতে এ পুরস্কার তুলে দেন।

পুরস্কার পাওয়ার পর অনুভূতি ব্যক্ত করে ডা. হাসান শাহরিয়ার কবির বলেন, 'প্রসূতি সেবায় এ পুরস্কার আমাদের আরও উৎসাহিত করবে।

এ অর্জন আমাদের আরো ভালো সেবা দেওয়ার দায়িত্ব বাড়িয়ে দিলো, যা আমরা ধরে রাখতে চাই। আগামী দিনে স্বাস্থ্যসেবায় আমরা ব্যতিক্রম ও নতুন নতুন উদ্যোগে অনুপ্রাণিত হব। '

বাংলাদেশ সময়: ০৬০৫ ঘণ্টা; অক্টোবর ২৪, ২০১৮
এসএইচডি/এইচএমএস/এমকেএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।