ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাধারণ বন্দিদের সঙ্গেই থাকছেন ব্যারিস্টার মইনুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২৭ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০১৮
সাধারণ বন্দিদের সঙ্গেই থাকছেন ব্যারিস্টার মইনুল শুনানি শেষে কারাগারে নেওয়া হচ্ছে ব্যারিস্টার মইনুলকে/ছবি: বাদল

ঢাকা: ব্যারিস্টার মইনুল হোসেনকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে সাধারণ ওয়ার্ডে সাধারণ বন্দিদের সঙ্গে রাখা হয়েছে। কারাগার থেকে সরবরাহ করা সাধারণ বন্দিদের খাবারই রাতে খেতে দেওয়া হবে তাকে। আদালত যদি অনুমতি দেন তবেই তিনি ডিভিশন পাবেন।

মঙ্গলবার (২৩ অক্টোবর) বাংলানিউজকে জানান ঢাকা কেন্দ্রীয় কারাগারের (কেরানীগঞ্জ) জেলার মাহাবুবুল আলম।

মাহাবুবুল আলম বাংলানিউজকে বলেন, ব্যারিস্টার মইনুলকে সাধারণ ওয়ার্ডে সাধারণ বন্দিদের সঙ্গেই রাখা হয়েছে।

কারাগারের নিয়ম অনুযায়ী রাতের খাবার কারাগার থেকেই দেওয়া হবে ওনাকে।

সোমবার (২২ অক্টোবর) রাতে রংপুরের একটি মানহানি মামলায় উত্তরায় আসম আবদুর রবের বাসা থেকে ব্যারিস্টার মইনুলকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।  

সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও জাতীয় ঐক্যফ্রন্টের নেতা ব্যারিস্টার মইনুল হোসেনে রাতে মিন্টু রোডে ডিবি কার্যালয় আনা হয়। পরে সেখান থেকে মঙ্গলবার (২৩ অক্টোবর) আদালতে নেওয়া হলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন

নারীবিদ্বেষী বক্তব্য দিয়ে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে রংপুরের মামলাটি দায়ের করেন নগরীর মুলাটোল এলাকার মিলি মায়া বেগম।

বাংলাদেশ সময়: ২০১৫ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮
এজেডএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।