ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

সাদুল্যাপুরে বয়লার বিস্ফোরণে কলেজছাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮
সাদুল্যাপুরে বয়লার বিস্ফোরণে কলেজছাত্রী নিহত

গাইবান্ধা: গাইবান্ধার সাদুল্যাপুরে চাতালের বয়লার বিস্ফোরণে শারমিন আক্তার (১৬) নামে এক কলেজছাত্রী নিহত হয়েছে। এতে দগ্ধ হয়েছেন চাতালের দুই শ্রমিক।

মঙ্গলবার (২৩ অক্টোবর) সকালে সাদুল্যাপুর উপজেলার সাদুল্যাপুর পশ্চিম পাড়ায় এ দুর্ঘটনা ঘটে। ওই এলাকার শফিকুল ইসলামের মেয়ে শারমিন জয়েনপুর আদর্শ কলেজের উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্রী।

আহতরা হলেন-উপজেলার হামিন্দপুর এলাকার ফুল মিয়া (৫০) ও হামিন্দপুর এলাকার আবু বকরের ছেলে উজ্জ্বল মিয়া (২৪)।  

নিহতের চাচা তুহিন মিয়া বাংলানিউজকে বলেন, সকালে বাড়ির পাশে আলী হোসেনের চাতালের টিউবওয়েলে কাপড় কাচতে যায় শারমিন। এ সময় চাতালের ধান সিদ্ধ করার বয়লার বিস্ফোরিত হলে শারমিন এবং দুই শ্রমিক ফুল মিয়া ও উজ্জ্বলের শরীর ঝলসে যায়। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় শারমিনকে উদ্ধার করে রংপুর হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। দগ্ধ দুই শ্রমিককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

স্থানীয়রা জানান, সকালে বিকট শব্দে বয়লার বিস্ফোরণে চাতালের প্রাচীর ভেঙ্গে গেছে। অনেক ক্ষতি হয়েছে আশপাশের ঘর-বাড়িরও। ওই চাতালের কর্মচারীরা অনভিজ্ঞ। এ কারণে বয়লার বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বোরহান উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১২২৪ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।