ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

৬ ঘণ্টা চেষ্টার পর ড্রেন থেকে গরু উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১০৩ ঘণ্টা, অক্টোবর ২৩, ২০১৮
৬ ঘণ্টা চেষ্টার পর ড্রেন থেকে গরু উদ্ধার ড্রেন থেকে গরুটি উদ্ধার করলো ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি: বাংলানিউজ

বাগেরহাট: বাগেরহাটের মোংলায় ছয় ঘণ্টা অভিযান চালিয়ে ড্রেন থেকে একটি গরু উদ্ধার করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। 

সোমবার (২২ অক্টোবর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের অভিযানে গরুটি উদ্ধার করা হয়।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক সরদার মাসুদুর রহমান বাংলানিউজকে জানান, মোংলা পোর্ট পৌর শহরের মিয়াপাড়া এলাকার চানমিয়া নামে এক লোকের একটি গাভী সকালে খাবারের সন্ধানে কবরস্থান এলাকায় যায়।

সেখানে খাবার খেতে খেতে পৌরসভার পয়ঃনিষ্কাশন ড্রেনের ভেতর প্রবেশ করে। ড্রেনটি সরু হওয়ায় ভেতরে ঘুরতে না পেরে গাভীটি সামনের দিকে অগ্রসর হয়। পরে স্লাব দিয়ে ঢাকা ড্রেনে গরুটি অবস্থান বুঝতে না পেরে ফায়ার সার্ভিসকে খবর দেন চানমিয়া।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা স্থানীয়দের সহযোগিতায় ড্রেনের মুখ থেকে প্রায় এক কিলোমিটার দূরে গরুটির অবস্থান নিশ্চিত করে। সেখানে রাস্তা সংলগ্ন ড্রেন ভেঙে সাড়ে ৪টার দিকে গরুটি উদ্ধার করা হয় বলেও জানান তিনি।

গরুর মালিক চানমিয়া বলেন, ছয় ঘণ্টা চেষ্টার পর গরুটিকে উদ্ধার করে ফিরিয়ে দেয় ফায়ার সার্ভিসের সদস্যরা।  

বাংলাদেশ সময়: ২১০০ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।