ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ম্যাজিস্ট্রেট পরিচয়ে ইলিশ ছিনতাইকালে আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩০৯ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
ম্যাজিস্ট্রেট পরিচয়ে ইলিশ ছিনতাইকালে আটক ৩

সিরাজগঞ্জ: যমুনা নদীতে মাছ ধরতে থাকা জেলেদের কাছ থেকে ম্যাজিস্ট্রেট পরিচয়ে ইলিশ ছিনতাই করার সময় তিনজনকে গণপিটুনি দিয়ে পুলিশে দেওয়া হয়েছে।

সোমবার (২২ অক্টোবর) বিকেলে সিরাজগঞ্জের চৌহালী উপজেলার চালুহারা এলাকায় এ ঘটনা ঘটে। আটক ব্যক্তিরা হলেন-টাঙ্গাইল জেলার ঘাটাইল উপজেলার দোয়াজানি গ্রামের হাফিজুর রহমান ওরফে অপূর্ব চৌধুরী, উপজেলার আজিমুদ্দি মোড়ের শমেষ মিয়া এবং ইমাম হোসেন।

চৌহালী উপজেলার স্থল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলাম জানান, সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে দুপুরে চালুহারা এলাকায় ইলিশ ধরছিলেন জেলেরা। এ সময় ওই তিনজনসহ মোট চারজন নিজেদের ম্যাজিস্ট্রেট ও পুলিশ পরিচয় দিয়ে জেলেদের কাছ থেকে ইলিশ লুট করার চেষ্টা করেন। এতে সন্দেহ হলে জেলেরা তাদের ধাওয়া করে তিনজনকে আটক করে গণপিটুনি দিয়ে ইউনিয়ন পরিষদে নিয়ে আসেন। সন্ধ্যায় তাদের এনায়েতপুর থানা পুলিশে সোপর্দ করা হয়।

এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম
বাংলানিউজকে বলেন, আটক তিনজনকে থানায় আনা হয়েছে। বিষয়টি চৌহালী
উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) জানানো হয়েছে। তিনিই এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নেবেন।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
welcome-ad