ঢাকা, মঙ্গলবার, ৫ চৈত্র ১৪৩০, ১৯ মার্চ ২০২৪, ০৮ রমজান ১৪৪৫

জাতীয়

ভিডিও করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে পা হারালেন যুবক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩১৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
ভিডিও করতে গিয়ে ট্রেনে কাটা পড়ে পা হারালেন যুবক

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে ট্রেনে কাটা পড়ে দুই পা হারিয়েছেন ফাহিম আহমেদ সাজ্জাদ (২২) নামে এক যুবক। 

রোববার (২১ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জ রেলওয়ে স্টেশনে এ দুর্ঘটনা ঘটে।

ফাহিম আহমেদ সাজ্জাদ কিশোরগঞ্জ শহরের হয়বত নগর এলাকার মৃত আমিনুল হক তপনের ছেলে।

তিনি ঢাকার পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র।  

রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, বিকেলে সাজ্জাদ রেললাইনে দাঁড়িয়ে কিশোরগঞ্জ স্টেশনে প্রবেশের সময় আন্তঃনগর কিশোরগঞ্জ এক্সপ্রেসের ভিডিও করছিলেন। এসময় ট্রেনটি তার কাছে চলে গেলে আশপাশের লোকজনের চিৎকার শুনে সাজ্জাদ লাইন থেকে সরার আগেই তার দুই পা ট্রেনের নিচে পড়ে। স্থানীয়রা প্রথমে তাকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ঢাকা পঙ্গু হাসপাতালে পাঠায়।

কিশোরগঞ্জ রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯০৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।