ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সৌদি সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন সোমবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
সৌদি সফর নিয়ে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ফটো

ঢাকা: সাম্প্রতিক সৌদি আরব সফর নিয়ে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (২২ অক্টোবর) বিকেল ৪টায় গণভবনে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। 

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়, সৌদি আরবের বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদের আমন্ত্রণে মঙ্গলবার (১৬ অক্টোবর) চার দিনের সরকারি সফরে রিয়াদ যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার (১৯ অক্টোবর) দিবাগত মধ্য রাতে তিনি দেশে ফেরেন।

দ্বিপাক্ষিক এ সফরে বাদশাহ ছাড়াও ক্রাউন প্রিন্সসহ সৌদি সরকারের ঊর্ধ্বতন প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন।

সফরে বাংলাদেশে ১০০ মেগাওয়াট ক্ষমতার সৌর বিদ্যুৎ কেন্দ্র স্থাপন, শিল্প মন্ত্রণালয়ের অধীন বিসিইসি এবং সৌদি ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ডাইমেনশনের মধ্যে একটি এবং সৌদি হানওয়া প্রকৌশল ও নির্মাণ সংস্থা, বাংলাদেশের শিল্প মন্ত্রণালয়ের মধ্যে একটি এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ ও সৌদি আরবের আল বাওয়ানির মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই হয়।

এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওমরাহও পালন করেন সফরে।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
এমইউএম/এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।