ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মাধ্যমিকের শিক্ষকদের টাইমস্কেল বাস্তবায়নের দাবি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
মাধ্যমিকের শিক্ষকদের টাইমস্কেল বাস্তবায়নের দাবি মাধ্যমিকের শিক্ষকদের টাইমস্কেল বাস্তবায়নের দাবিতে সংবাদ সম্মেলন-ছবি-শাকিল আহমেদ

ঢাকা: সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকদের বকেয়া টাইমস্কেল ও সিলেকশন গ্রেড বাস্তবায়নের দাবি জানিয়েছে বকেয়া টাইমস্কেল/সিলেকশন গ্রেড দ্রুত বাস্তবায়ন কমিটি।

রোববার (২১ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।

সংগঠনের আহ্বায়ক মোহাম্মদ আলী বেলাল লিখিত বক্তব্যে বলেন, বিগত ৫/৬ বছর যাবৎ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের ২ হাজার ৮৩৯ জন সহকারী শিক্ষকরা টাইমস্কেল/সিলেকশন গ্রেড বঞ্চিত হয়ে মানবেতর জীবনযাপন করছেন।

২০০১ ও ২০০২ সালে নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকরা ২০১৩ ও ২০১৪ সালে ১২ বছর পূর্তিতে ২য় টাইমস্কেলের/সিলেকশন গ্রেডে ৭ম গ্রেড প্রাপ্তির যোগ্যতা অর্জন করেন।

তিনি বলেন, ২০০৫ ও ২০০৬ সালে নিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকরা ২০১৩-২০১৪ সালে আট বছর পূর্তিতে ১ম টাইমস্কেল/সিলেকশন গ্রেডে ৮ম গ্রেড প্রাপ্তির যোগ্যতা অর্জন করেন। ২০০৯, ২০১০, ২০১১ সালে নিয়োগপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের ২০১৩-১৪-১৫ সালে চার বছর পূর্তিতে ১ম সিলেকশন গ্রেড ৯ম গ্রেড প্রাপ্তির যোগ্যতা অর্জন করেন। আমরা শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক ২ হাজার ৬৩৯ শিক্ষক টাইমস্কেল/সিলেকশন গ্রেড প্রাপ্তির সব শর্ত পূরণ সাপেক্ষে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদনপত্র জমা করি। শিক্ষা মন্ত্রণালয় সিলেকশন গ্রেড দেবে বলে বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে মিটিং করে। কিন্তু ন্যায্য পাওনা টাইমস্কেল/সিলেকশন গ্রেড প্রদানের সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ে পেন্ডিং হয়ে আছে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আহ্বান জানিয়ে মোহাম্মদ আলী বেলাল বলেন, অনুগ্রহ করে আমাদের বকেয়া টাইমস্কেল/সিলেকশন গ্রেড যত দ্রুত সম্ভব প্রদানের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে আমাদের পরিবার-পরিজনকে অর্থকষ্টে মানবেতর জীবন থেকে রক্ষা করুন।

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-সংগঠনের সদস্য সচিব মোহাম্মদ মাহাবুবুল আলম, সংগঠনের নেতা এসএম মনজু, মোহাম্মদ কামরুজ্জামান, আলমাস প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪১৫ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
এমএইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।