bangla news

টংগিবাড়ীতে ২১ ঘণ্টা পর শ্রমিকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-১০-২১ ১:২২:১৬ পিএম
খাদের পানিতে ডুবে যাওয়া ট্রাক। ছবি-বাংলানিউজ

খাদের পানিতে ডুবে যাওয়া ট্রাক। ছবি-বাংলানিউজ

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের টংগিবাড়ী উপজেলায় ট্রাক খাদে পড়ে নিখোঁজ হওয়ার ২১ ঘণ্টা পর এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস কর্মীরা। 

রোববার (২১ অক্টোবর) সকাল ৭টার দিকে ওই ট্রাকের ভেতর থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। 

গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আওলাদ হোসেন জানান, শনিবার (২০ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার সোনারং-টংগিবাড়ী ইউনিয়নের ঋষিবাড়ি ব্রিজের পূর্ব পাশে খাদে পড়ে যায় গাড়িটি। এ দুর্ঘটনায় তখন আহত অবস্থায় চালক ও দুই শ্রমিককে উদ্ধার করে টংগিবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তখন নিখোঁজ  ছিলেন এক শ্রমিক। রোববার সকালে ওই গাড়ির ভেতরে তার মরদেহ পাওয়া যায়। 

বাংলাদেশ সময়: ১৩১৭ ঘণ্টা, অক্টোবর ২১, ২০১৮
এসআই

ক্লিক করুন, আরো পড়ুন :   মরদেহ উদ্ধার মুন্সিগঞ্জ
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
db 2018-10-21 13:22:16