ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

জন্মাষ্টমীর র‌্যালি বিকেল ৩টা থেকে ৫টার মধ্যে শেষ করার আহ্বান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৩৬ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১০

ঢাকা: আগামী ১ সেপ্টেম্বর জন্মাষ্টমীর র‌্যালি বিকেল ৩টা থেকে ৫টার মধ্যে শেষ করতে হিন্দু ধর্মাবলম্বীদের আহ্বান জানিয়েছে সরকার।

রোববার মন্ত্রণালয়ের সভাকক্ষে জন্মাষ্টমীর নিরাপত্তা সংক্রান্ত বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন সাংবাদিকদের জানান, রমজানের কারণে জন্মাষ্টমীর র‌্যালি বিকেল ৩টা থেকে ৫টার মধ্যে শেষ করতে সরকারের পক্ষ থেকে হিন্দু নেতাদের আহ্বান জানানো হয়েছে।

তারা এই আহ্বানে সাড়া দিয়েছেন।

বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকেশ্বরী মন্দির থেকে বিকেল ৩টায় জন্মাষ্টমীর র‌্যালি শুরু হয়ে বিকেল ৫টায় বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান, জন্মাষ্টমীতে ইফতার এবং তারাবি নামাজের সময় মাইক না বাজানোর অনুরোধেও সাড়া দিয়েছেন হিন্দু নেতারা।

মন্ত্রী জানিয়েছেন, সুষ্ঠুভাবে জন্মাষ্টমী উদযাপনের জন্য সরকার সবধরনের ব্যবস্থা নিয়েছে।

জন্মাষ্টমীর র‌্যালিতে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা থাকবেন বলে জানিয়েছেন অ্যাডভোকেট সাহারা খাতুন।    

বৈঠকে পুলিশ, র‌্যাব, ফায়ার সার্ভিস, বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং হিন্দু নেতারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময় ১৫৪০ ঘণ্টা, ২৯ আগস্ট, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।