ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের দাবিতে খুলনায় মানববন্ধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৮ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
ডিজিটাল নিরাপত্তা আইন সংশোধনের দাবিতে খুলনায় মানববন্ধন মানববন্ধন

খুলনা: ডিজিটাল নিরাপত্তা আইনের ৯টি ধারা সংশোধনের দাবিতে খুলনায় মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (২০ অক্টোবর) দুপুরে খুলনা প্রেসক্লাবের সামনে রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এ মানববন্ধন ও সমাবেশের আয়োজন করে।  

এতে সভাপতিত্ব করেন আরজেএফ’র খুলনা জেলা শাখার আহ্বায়ক মুহাম্মদ নূরুজ্জামান।

মানববন্ধনে বক্তারা বলেন, অনুসন্ধানী সাংবাদিকতাকে গুপ্তচরবৃত্তি বলা অসৌজন্যমূলক। সংবিধান ও তথ্য অধিকার আইনের সঙ্গে এ আইন সাংঘর্ষিক।  

মানববন্ধনে এ আইনের ৮, ২১, ২৫, ২৮, ২৯, ৩১, ৩২, ৪৩ ও ৫৩ ধারা সংশোধনের দাবি জানান উপস্থিত সাংবাদিকরা।  

মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাপ্তাহিক কোলাহল সম্পাদক অ্যাডভোকেট ড. মো. জাকির হোসেন। এতে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক কাজী মোতাহার রহমান বাবু, মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনার সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, মানবজমিনের ব্যুরো প্রধান মো. রাশিদুল ইসলাম, সিপিবি নগর শাখার সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান বাবু, সিনিয়র সাংবাদিক ওয়াহিদুজ্জামান বুলু, প্রেসক্লাব খুলনার মহাসচিব এহতেশামুল হক শাওন, নিরাপদ সড়ক চাই-নিসচার জেলা সভাপতি হাছিবুর রহমান হাছিব, প্রেসক্লাব খুলনার যুগ্ম মহাসচিব আব্দুর রাজ্জাক রানা, খুলনা নাগরিক আন্দোলনের চেয়ারম্যান শেখ তোবারক হোসেন তপু, সদস্য সচিব এসএম দেলেয়ার হোসেন প্রমুখ।  

বাংলাদেশ সময়:  ১৬০৭ ঘণ্টা, অক্টোবর ২০ , ২০১৮
এমআরএম/এএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।