ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

হাসিনা-এরশাদ একান্ত বৈঠক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৭ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১০
হাসিনা-এরশাদ একান্ত বৈঠক

ঢাকা: প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে রোববার সাক্ষাত করেছেন সাবেক রাষ্ট্রপতি ও মহাজোট সরকারের অন্যতম শরিক জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহাম্মদ এরশাদ।

বেলা সাড়ে ১২টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে যান এরশাদ এবং প্রধানমন্ত্রীর সঙ্গে প্রায় ৩৫ মিনিট একান্তে আলোচনা করেন।



এরশাদের তথ্যসচিব সুনীল শুভরায় বাংলানিউজটোয়েন্টিফোর.কম.বিডিকে বৈঠকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তবে প্রধানমন্ত্রীর তথ্যসচিব আবুল কালাম আজাদ এ বৈঠকের বিষয়ে কিছু জানেন না বলে জানিয়েছেন।

উল্লেখ্য, সম্প্রতি হাইকোর্ট সপ্তম সংশোধনী বাতিল করে দেওয়ায় এরশাদসহ সাবেক সেনাশাসকদের বিচারের বিষয়ে কথা উঠেছে। এর মধ্যেই মহাজোটের দুই নেতার মধ্যে বৈঠক অনুষ্ঠিত হলো।

বাংলাদেশ সময়: ১৪৫০ ঘণ্টা, ২৯ আগস্ট ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।