ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বেনাপোল সীমান্তে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১২ ঘণ্টা, অক্টোবর ২০, ২০১৮
বেনাপোল সীমান্তে গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

বেনাপোল (যশোর): যশোরের বেনাপোল সীমান্তে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪০) গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২০ অক্টাবর) সকাল ৭টার দিকে ভারতীয় সীমান্তবর্তী বড়আঁচড়া গ্রামের চারা বটতলা নামক স্থান থেকে বেনাপোল পোর্টথানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে।  

বেনাপোল পোর্ট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মিজান বাংলানিউজকে জানান, সকালে বড়আঁচড়া গ্রামবাসী ওই পথ দিয়ে মাঠে যাওয়ার সময় রাস্তার পাশে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়।

পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। ধারণা করা হচ্ছে, কেউ তাকে গুলি করে ফেলে রেখে যায়। মরদেহের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।  

মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৯১০ ঘণ্টা, ২০ অক্টোবর, ২০১৮
এজেডেইচ/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।