ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সিলেটের কাজির বাজার মাদরাসা প্রিন্সিপালের ইন্তেকাল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৬ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৮
সিলেটের কাজির বাজার মাদরাসা প্রিন্সিপালের ইন্তেকাল

সিলেট: সিলেটের ঐতিহ্যবাহী জামেয়া মাদানীয়া কাজির বাজার মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মাওলানা হাবীবুর রহমান ইন্তেকাল করেছেন  (ইন্নালিল্লাহি.... রাজিউন)।

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) দিনগত রাত ১২টা ১০ মিনিটে নগরের ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তিনি অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

 

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি দীর্ঘদিন ধরে হৃদরোগ, উচ্চ রক্তচাপ ও ডায়াবেটিক রোগে ভুগছিলেন।

শুক্রবার (১৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় সরকারি আলিয়া মাদরাসা মাঠে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন খেলাফত মজলিশ নেতা মাওলানা ইমরান হোসেন।  

মাওলানা হাবীবুর রহমান ঐতিহ্যবাহী কাজির বাজার মাদরাসার দীর্ঘকাল প্রিন্সিপাল ছিলেন।  

তিনি বাংলাদেশ খেলাফত মজলিশের (একাংশের) আমির ছিলেন। তাছাড়া সিলেটের অনেক আন্দোলন সংগ্রামের অগ্রনায়কও ছিলেন তিনি।  

মাওলানা হাবিবুর রহমান বৃহস্পতিবার হৃদরোগে আক্রান্ত হলে তাকে ওই হাসপাতালের আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। তবে মধ্যরাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।  

বাংলাদেশ সময়: ০৪১২ ঘণ্টা, অক্টোবর ১৯, ২০১৮
এনই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ