ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ঈদের আগেই গার্মেন্টস শ্রমিকদের পাওনা মেটানোর আহবান শ্রমমন্ত্রীর

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩১৪ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১০
ঈদের আগেই গার্মেন্টস শ্রমিকদের পাওনা মেটানোর আহবান শ্রমমন্ত্রীর

ঢাকা: গার্মেন্টস শ্রমিকদের বেতন, ওভারটাইম ও বোনাস ঈদের আগেই পরিশোধের আহ্বান জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ আহবান জানান।



মন্ত্রী বলেন, ‘আমরা চাই সবাই আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপন করুক। এজন্য শ্রমিকদের সব পাওনা ঈদের আগেই বুঝিয়ে দিতে গার্মেন্টস মালিকদের নির্দেশ দেওয়া হয়েছে। ’

যারা এ নির্দেশ পালন করতে পারবে না তাদের বিকেএমইএ ও বিজেএমই’র সঙ্গে বৈঠক করার পরামর্শ দেওয়া হয়েছে বলেও জানান মোশাররফ হোসেন।

তিনি বলেন, ‘যারা ইচ্ছাকৃতভাবে বেতন-ভাতা পরিশোধ করবে না তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ’

তিনি আরও বলেন, ‘বাইরের একটি মহল গার্মেন্টস সেক্টরে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির  চেষ্টা করছে। এজন্য সরকার নির্ধারিত সময়ের তিন মাস আগে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করেছে। ’

দাবি দাওয়া আদায়ের নামে গার্মেন্টস শ্রমিকরা যাতে রাস্তায় নেমে না আসে সে জন্য ঈদের পর মালিক ও শ্রমিক পক্ষের সঙ্গে বৈঠক করা হবে বলেও জানান শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী।

এর আগে তিনি শ্রমিক ও মালিক পক্ষের নেতাদের সঙ্গে বৈঠক করেন। ওই বৈঠকে এফবিসিসিআই সভাপতি একে আজাদ, বিকেএমইএ সভাপতি একেএম সেলিম ওসমান, বিজেএমই সভাপতি আব্দুস সালাম মোরশেদী প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫০০ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।