ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আইয়ুব বাচ্চুর মৃত্যুতে প্রবাসী কল্যাণমন্ত্রীর শোক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪১ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮
আইয়ুব বাচ্চুর মৃত্যুতে প্রবাসী কল্যাণমন্ত্রীর শোক

ঢাকা: প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী নুরুল ইসলাম বিএসসি জনপ্রিয় সঙ্গীতশিল্পী আইয়ুব বাচ্চুর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।  

বৃহস্পতিবার (১৮ অক্টোবর) এক শোকবার্তায় মন্ত্রী বলেন, আইয়ুব বাচ্চু মুক্তিযুদ্ধের স্বপক্ষ শক্তির একজন কৃতী সঙ্গীতশিল্পী ছিলেন। তার অকাল মৃত্যুতে জাতি একজন অসাধারণ গুণী সঙ্গীত পরিচালক ও গায়ককে হারালো।

তার মৃত্যুতে সঙ্গীত জগতের অপূরণীয় ক্ষতি হলো। তার গান যুগে যুগে মানুষকে প্রেরণা যোগাবে।

মন্ত্রী তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

বাংলাদশে সময়: ১৪৪০ ঘণ্টা, ১৮ অক্টোবর, ২০১৮
টিআর/আরআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।