ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ধর্মীয় সম্প্রীতিতে বাংলাদেশ বিশ্বে দৃষ্টান্ত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৩ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮
ধর্মীয় সম্প্রীতিতে বাংলাদেশ বিশ্বে দৃষ্টান্ত জিউ আশ্রম কেন্দ্রীয় পূজামণ্ডপসহ বিভিন্ন মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন। ছবি: বাংলানিউজ

সিলেট: ধর্মীয় সম্প্রীতিতে বাংলাদেশ বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ।

তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে সব ধর্মের বিশ্বাসীরা যার যার অধিকার নিয়ে বাস করছেন।

সবাই যার যার ধর্মীয় উৎসব স্বাধীনভাবে পালন করছেন। যে কারণে বর্তমানে ধর্মীয় সম্প্রীতির দিক থেকে বাংলাদেশ বিশ্বে দৃষ্টান্ত স্থাপন করেছে।

বুধবার (১৭ অক্টোবর) সিলেটের বালাগঞ্জ উপজেলার মদনমোহন জিউ আশ্রম কেন্দ্রীয় পূজামণ্ডপসহ বিভিন্ন মন্দিরে পূজামণ্ডপ পরিদর্শন শেষে পৃথক শুভেচ্ছা বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, জাতির জনকের স্বপ্ন ছিল একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ গড়ার। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই স্বপ্ন বাস্তবে রূপ নিচ্ছে। সব ধর্ম-বর্ণের মানুষ এক হয়ে কাজ করছে বলেই দেশ উন্নয়নশীল দেশের দিকে এগিয়ে যাচ্ছে।  

এ সময় তার সঙ্গে ছিলেন- দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু জাহিদ, সিলেট মহানগর আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক তপন মিত্র, জেলা আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গির, জেলা পরিষদ সদস্য মো. লুকন মিয়া, নুরুল ইসলাম ইছন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি ডা. পবিত্র রঞ্জন বণিক, মোগলাবাজার ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফখরুল ইসলাম শায়েস্তা, পূর্ব গৌরিপুর ইউপি চেয়ারম্যান হিমাংশু রঞ্জন দাস, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট জুয়েল আহমদ, বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আনহার মিয়া, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন রশীদ চৌধুরী, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাসিত টুটুল, বালাগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক জুনেদ মিয়া, ফেঞ্চুগঞ্জ ডিগ্রি কলেজের সাবেক ভিপি মইনুল ইসলাম, মদনমোহন জিউ আশ্রম বালাগঞ্জের কেন্দ্রীয় মণ্ডপের সেক্রেটারি রবীন্দ্র কুমার দাস।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বালাগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক হোসেন আহমদ, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক বদরুল আলম, জেলা পূজা পরিষদ সদস্য রঙ্গেশ কুমার দাস, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ বালাগঞ্জ উপজেলা শাখার সভাপতি রজত চন্দ্র দাস ভোলন, সাধারণ সম্পাদক নয়ন তালুকদার, উপজেলা আওয়ামী লীগ নেতা মোহন মিয়া, বালাগঞ্জ উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রকিব জুয়েল, বালাগঞ্জ ডিগ্রি কলেজ ছাত্রলীগ সেক্রেটারি কামরুল ইসলাম প্রমুখ।

বাংলাদেশ সময়: ০৬০০ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮
এনইউ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।