ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ধলেশ্বরীতে নিখোঁজ লঞ্চযাত্রীর সন্ধান মিলেনি 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৪৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮
ধলেশ্বরীতে নিখোঁজ লঞ্চযাত্রীর সন্ধান মিলেনি 

মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদীতে নিখোঁজের ২৪ ঘণ্টা পেরিয়ে গেলেও লঞ্চযাত্রী খোরশেদ বেপারীর (৫৫) সন্ধান মিলেনি। 

বুধবার (১৭ অক্টোবর) রাত ৯টা পর্যন্ত নিখোঁজ খোরশেদের সন্ধান পাওয়া যায়নি। সকাল থেকেই নৌপুলিশের সদস্যরা ট্রলার দিয়ে খোঁজাখুঁজি করে।

 

এর আগে মঙ্গলবার (১৬ অক্টোবর) রাত ৯টার দিকে মুন্সিগঞ্জ লঞ্চ ঘাটগামী হিরোশিক-১ নামে লঞ্চের সঙ্গে বাল্কহেডের সংঘর্ষে এ নিখোঁজের ঘটনা ঘটে।  

জানা গেছে, মুন্সিগঞ্জ সদরের উত্তর ইসলামপুর এলাকায় থেকে নারায়ণগঞ্জ জেলার একটি পোশাক কারখানায় কর্মরত ছিলেন খোরশেদ। সেদিন কাজ শেষে লঞ্চে করে মুন্সিগঞ্জ তার বাড়িতে ফিরছিলেন। পথে বালুবাহী বাল্কহেড যাত্রীবাহী লঞ্চকে ধাক্কা দিলে খোরশেদ পানিতে পড়ে যান। এ সময় যাত্রীরা চিৎকার করলেও লঞ্চ না থামিয়ে ঘাটে চলে যায়। পরে লঞ্চঘাট থেকে দু’টি ট্রলার তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়েও সন্ধান পায়নি নিখোঁজ যাত্রীর।  

এ ঘটনায় নিখোঁজের ভাতিজা মিজানুর রহমান মুন্সিগঞ্জ সদর থানায় একটি সাধারণ ডাইরি (জিডি) করেছেন।  

মুক্তারপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ কর্মকর্তা মো. আমিনুল ইসলাম বাংলানিউজকে বলেন, সকাল থেকেই ট্রলারের মাধ্যমে খোঁজ চলছে। কিন্তু কোথাও খুঁজে পাওয়া যায়নি।  

** ধলেশ্বরীতে লঞ্চযাত্রী নিখোঁজ 

বাংলাদেশ সময়: ০৩৪০ ঘণ্টা, অক্টোবর ১৮ ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।