ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

এসএ গ্রুপের চেয়ারম্যান শাহাবুদ্দিন আলম কারাগারে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৪৯ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০১৮
এসএ গ্রুপের চেয়ারম্যান শাহাবুদ্দিন আলম কারাগারে

ঢাকা: বেসরকারি খাতের মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক ও চট্টগ্রামের এসএ গ্রুপের চেয়ারম্যান শাহাবুদ্দিন আলমকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

বুধবার (১৭ অক্টোবর) তাকে আটকের পর জিজ্ঞাসাবাদের আবেদন করে আদালতে হাজির করা হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
 
পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক আশরাফুল ইসলাম বলেন, ব্যাংক এশিয়ার দায়ের করা ঋণ জালিয়াতির মামলায় শাহাবুদ্দিন আলমকে আটক করা হয়।


 
জানা যায়, এসএ গ্রুপের চেয়ারম্যান শাহাবুদ্দিন আলম সরকারি-বেসরকারি বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে ৩ হাজার ৬২২ কোটি ৪৮ লাখ ৪৫ হাজার ৫৯ টাকা ঋণ নিয়েছেন। এর মধ্যে ব্যাংক এশিয়ার চট্টগ্রামের সিডিএ অ্যাভিনিউ শাখা থেকে নেওয়া ঋণের পরিমাণ ৭০৯ কোটি ২৭ লাখ ৩৫ হাজার টাকা।
 
এছাড়া চট্টগ্রামে অবস্থিত ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, পূবালী ব্যাংক, কৃষি ব্যাংক, অগ্রণী ব্যাংক, জনতা ব্যাংক ও প্রাইম ব্যাংক থেকে ঋণ নিয়েছেন তিনি। এসব ঋণ তিনি পরিশোধ করেননি।
 
এসএ গ্রুপের চেয়ারম্যান শাহাবুদ্দিন আলম আটক
বাংলাদেশ সময়: ২০৪৪ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
এসই/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।