ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শেষ হলো ছেঁউড়িয়ায় সাধু সঙ্গ, আপন ধামে ফিরছেন সাধুরা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৬ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
শেষ হলো ছেঁউড়িয়ায় সাধু সঙ্গ, আপন ধামে ফিরছেন সাধুরা শেষ হলো লালন উৎসব। ছবি: বাংলানিউজ

ছেঁউড়িয়ার লালন আখড়াবাড়ী থেকে: পূণ্যসেবার মধ্য দিয়ে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় লালন আখড়াবাড়ীতে শেষ হলো সাধু সঙ্গ। ইতোমধ্যেই সাঁইজির আশ্রম ছাড়তে শুরু করেছেন সাধুরা।

খেলাফতধারী সাধুরা ধাম ছেড়ে নিজ নিজ গন্তব্যে যেতে শুরু করেছেন। লালন আখড়াবাড়ীতে চলছে বিদায়ের সুর।

দূর দূরান্তের সাধুরা কেউ কেউ আজ থাকবেন বলে জানা গেছে।

বুধবার (১৭ অক্টোবর) দুপুরে সাঁইজির আখড়াবাড়ীতে কলাপাতায় সাদা ভাত, ইলিশ মাছ, সবজি, ডাল এবং দই এর মধ্য দিয়ে পূণ্যসেবা গ্রহণ করে চলে যাচ্ছেন তারা।  

একজন আরেকজনের দিকে এক মনে তাকিয়ে থেকে চোখে চোখে মিলন, পায়ে হাত দিয়ে শ্রদ্ধা নিবেদন এবং হাতজোড় করে বিশেষ ভঙ্গিতে শুরু-শিষ্যরা একে অপরকে বিদায় জানাচ্ছেন। আবার দেখা হবে দোল উৎসবে।  

উৎসব শেষে চলে যাচ্ছে সাধুরা।  ছবি: বাংলানিউজফকির নহির শাহ বাংলানিউজকে জানান, এ বিদায়ের মুহূর্তটা আমাদের কাছে সব চাইতে কষ্টের। এই আশ্রম ছেড়ে আমাদের যেতে ইচ্ছে করে না।  

ফকির নিমাই শাহ বাংলানিউজকে বলেন, সাঁইজির এখান থেকে আমরা যা শিখে যায়, তা বাস্তব জীবনে কাজে লাগানোর চেষ্টা করি।  

সাধুদের সাধু সঙ্গ শেষ হলেও তিরোধান উপলক্ষে গ্রামীন মেলা চলবে বৃহস্পতিবার (১৮ অক্টোবর) গভীর রাত পর্যন্ত।  

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ