ঢাকা, শনিবার, ১৪ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জাতীয়

এক মাস পর মিললো নিখোঁজ ব্যক্তির মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২৮ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮
এক মাস পর মিললো নিখোঁজ ব্যক্তির মরদেহ মরদেহ উদ্ধার করা হচ্ছে। ছবি: বাংলানিউজ

চুয়াডাঙ্গা: নিখোঁজ হওয়ার এক মাস পর চুয়াডাঙ্গার জীবননগর থেকে জিয়ারুল ইসলাম জিয়া (৩৮) নামে এক ব্যক্তির গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

বুধবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার হাবিবপুর গ্রামের একটি মাঠ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জিয়া একই উপজেলার হাবিবপুর গ্রামের পশ্চিমপাড়ার মৃত আইজেল মণ্ডলের ছেলে।

নিহত জিয়ার স্ত্রী শুকজান খাতুন বাংলানিউজকে জানান, গত ১৪ সেপ্টেম্বর সকালে কাজের উদ্দেশে বাড়ি থেকে বের হন জিয়া। এরপর থেকেই তিনি নিখোঁজ ছিলেন। দুপুরে খবর পাওয়া যায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানায়, গ্রামের কয়েকজন কৃষক মাঠে কাজ করতে যাওয়ার সময় হাবিবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের একটি  কাঁঠাল বাগানে একটি মরদেহ পড়ে থাকতে দেখে। পরে তারা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।  

জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ গণি মিয়া জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পরিবারের লোকজনের সঙ্গে অভিমান করে তিনি বাড়ি থেকে চলে যান। এরপরই আজ তার মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে পরনের কাপড় দেখে তার স্ত্রী মরদেহটি শনাক্ত করেন।  

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।