ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মধুপুরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৫

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩৯ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৮
মধুপুরে ডাকাতির প্রস্তুতিকালে আটক ৫ আটক ডাকাতরা। ছবি: বাংলানিউজ

মধুপুর (টাঙ্গাইল): টাঙ্গাইলের মধুপুরে ডাকাতির প্রস্তুতি নেওয়ার সময় পাঁচজনকে আটক করেছে পুলিশ। 

মঙ্গলবার (১৬ অক্টোবর) দুপুরে মধুপুর থানা পুলিশ আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানায়।

এর আগে সোমবার দিনগত রাত ২টার দিকে উপজেলার টনকি আটা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


 
আটক ব্যক্তিরা হলেন-মধুপুর উপজেলার মাইজবাড়ী গ্রামের জহুর আলীর (জহু ডাকাত) ছেলে আরিফ হোসেন (৩০), দিগরবাইদ গ্রামের আমির হামজার ছেলে মজনু মিয়া (৩০), কাকরাইদ গ্রামের অতুল মিয়ার ছেলে হাসান আলী (৩২), টনকিআটা গ্রামের হেলাল উদ্দিনের ছেলে বাবুল মিয়া (২৬) ও ঝালকাঠি জেলার রাজাপুর উপজেলার বাদুরতলা গ্রামের হারুন অর রশিদের ছেলে সাগর হোসেন (২৩)। আটক আরিফের বিরুদ্ধে খুন, ডাকাতিসহ পাঁচটি মামলা রয়েছে।  

মধুপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফখরুল ইসলাম জানান, সোমবার দিনগত রাত ২টার দিকে পাঁচ/সাতজন ডাকাত টনকি আটা গ্রামের বাবুলের বাড়ির পূর্ব পাশের কাঁঠাল বাগানে বসে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। খবর পেয়ে পুলিশ সেখানে অভিযান চালিয়ে ওই পাঁচ ডাকাতকে আটক করে। এসময় তাদের কাছ থেকে দু’টি ধারালো রামদাসহ অন্যান্য দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।  

তিনি আরো জানান, এ ব্যাপারে মধুপুর থানায় মামলা দায়ের করে তাদের টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭৩৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৮
এপি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।