ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিকিৎসকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২২ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৮
লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চিকিৎসকের মৃত্যু

লালমনিরহাট: লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বশির আহমেদ বিপ্লব (২৮) নামে এক হোমিও প্যাথিক চিকিৎসকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ অক্টোবর) সকাল ১১টার দিকে সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নিচপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই গ্রামের রওশন আলী মাস্টারের ছেলে।

মহেন্দ্রনগর বাজারে হোমিও প্যাথিক চিকিৎসা কেন্দ্রে তিনি চিকিৎসা দিতেন।

মহেন্দ্রনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান বসুনিয়া স্বপন বাংলানিউজকে জানান, সকালে ধান ক্ষেতে সেচ দিতে বাড়ির পাশে নিজের সেচ পাম্প চালু করতে যান বিপ্লব। এসময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।  

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।