ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

খাশোগি হত্যাকাণ্ডে যৌথ তদন্তকে স্বাগত জানিয়েছে ঢাকা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০৪ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৮
খাশোগি হত্যাকাণ্ডে যৌথ তদন্তকে স্বাগত জানিয়েছে ঢাকা জামাল খাশোগি

ঢাকা: সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে সৌদি-তুরস্কের যৌথ তদন্তকে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। এ তদন্তের মধ্যে দিয়ে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে বলেও মনে করছে  ঢাকা। সোমবার ( ১৫ অক্টোবর) এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এ তথ্য জানান।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার চারদিনের সফরে  সৌদি আরব যাচ্ছেন। প্রধানমন্ত্রীর সৌদি সফর নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় আয়োজিত সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, সৌদি সাংবাদিক জামাল খাশোগি হত্যাকাণ্ডে সৌদি ও তুরস্ক  সরকার একটি ওয়ার্কিং গ্রুপ গঠন করেছে।

এ গ্রুপ হত্যাকাণ্ড নিয়ে যৌথভাবে তদন্ত করছে। এ তদন্তের মধ্যে দিয়ে প্রকৃত ঘটনা বেরিয়ে আসবে। এ তদন্তকে বাংলাদেশ স্বাগত জানায় বলেও উল্লেখ করেন পররাষ্ট্র মন্ত্রী।  

সৌদি সাংবাদিক জামাল খাসোগি সম্প্রতি তুরস্ক দূতাবাসের মধ্যে নিহত হয়েছেন। এই ঘটনায় তুরস্ক ও  সৌদি সরকারের মধ্যে টানাপোড়েনের সৃষ্টি হয়েছে। ঘটনা তদন্তে ওই দুই দেশের  যৌথ কমিটি কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৮
টিআর/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।