ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

পদ্মায় ক্ষতিগ্রস্তদের ৮০ হাজার ইউরো দেবে ইইউ   

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪১ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৮
পদ্মায় ক্ষতিগ্রস্তদের ৮০ হাজার ইউরো দেবে ইইউ   

ঢাকা:  পদ্মা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্তদের জন্য ৮০ হাজার ইউরো সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। ক্ষতিগ্রস্ত ১৫ হাজার মানুষ এই অর্থ থেকে সহায়তা পাবেন। 

সোমবার( ১৫ অক্টোবর) ঢাকার ইউরোপীয় ইউনিয়ন অফিস থেকে এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে উল্লেখ করা হয়, শরীয়তপুরে পদ্মা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্তদের সহায়তার জন্য ইউরোপীয় ইউনিয়ন ৮০ হাজার ইউরো ( ৭ দশমিক ৮৪ মিলিয়ন টাকা) সহায়তা দেবে।

বাংলাদেশ রেড ক্রিসেন্টের সহায়তায় ক্ষতিগ্রস্তদের এই অর্থ দেওয়া হবে।  

শরীয়তপুরে পদ্মা নদীর ভাঙনে যারা বাড়িঘর হারিয়েছেন তারাই এই অর্থ পাবেন বলেও ওই প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘন্টা, অক্টোবর ১৫, ২০১৮
টিআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।