ঢাকা, বুধবার, ১১ বৈশাখ ১৪৩১, ২৪ এপ্রিল ২০২৪, ১৪ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাধারণ ডায়রি করেও শেষ রক্ষা হলো না!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৮
সাধারণ ডায়রি করেও শেষ রক্ষা হলো না!

পঞ্চগড়: প্রাণে বাঁচতে থানায় সাধারণ ডায়রি করেও শেষ রক্ষা হলো না পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শেফালী নামে এক গৃহবধূর।
 

যৌতুকের দাবিতে শারীরিক নির্যাতনের পর মুখে বিষ ঢেলে দিয়ে তাকে হত্যা করেছে শ্বশুরবাড়ির লোকজন।  

এ ঘটনায় অভিযুক্ত শেফালীর শ্বশুর, শাশুড়ি ও বোনকে আটক করা হয়েছে।

তবে তাদের নাম জানা যায় নি।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আবু সায়েদ তিনজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, 
এদের মধ্যে শাশুড়ি ও বোনকে পঞ্চগড় সদর থানা পুলিশ এবং শ্বশুরকে তেঁতুলিয়া থানা পুলিশ আটক করেছে।

জানা যায়, প্রায় চার বছর আগে উপজেলার দেবনগর ইউনিয়নের ব্রমতল গ্রামের সাইফুল ইসলামের মেয়ে শেফালীর সঙ্গে একই উপজেলার দর্জিপাড়া এলাকার খাদিমুল ইসলামের ছেলে লিটন মিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই প্রায় প্রতিদিনই যৌতুকের দাবিতে স্বামী, শ্বশুর মিলে নির্যাতন চালাতো শেফালীর ওপর। এ নিয়ে একাধিকবার থানা, ইউনিয়ন পরিষদ এবং স্থানীয় সালিশ মীমাংসা হয়। তারপরও থামেনি তার ওপর নির্যাতন। কুল কিনারা না পেয়ে জীবনের নিরাপত্তার জন্য তেঁতুলিয়া মডেল থানায় সাধারণ ডায়রিও করেছিল শেফালী।  

রোববার (১৪ অক্টোবর) রাতে স্বামী, শ্বশুর, শাশুড়ি মিলে নির্যাতন করে মুখে বিষ ঢেলে দিয়ে তেতুঁলিয়া উপজেলা হাসপাতালে ভর্তি করে এমন দাবি শেফালীর পরিবারের। পরে খবর পেয়ে শেফালীর বাবা মেয়ের উন্নত চিকিৎসার জন্য পঞ্চগড় সদর হাসপাতালে ভর্তি করলে সোমবার (১৫ অক্টোবর) ভোরে তার মৃত্যু হয়।

শেফালীর বাবা সাইফুল ইসলাম বলেন, চার বছর আগে যৌতুক দিয়ে আমার মেয়েকে বিয়ে দিয়েছিলাম। বিয়ের পর থেকেই লিটন এবং তার বাবা নতুন করে যৌতুক দাবি করে আসছিলেন। কিন্তু আমি অসহায় দিনমজুর, আমার পক্ষে তা সম্ভব ছিল না। ফলে প্রতিনিয়ত আমার মেয়েকে নির্যাতন করতো তারা।

তিনি আরো জানান, শেফালীকে ইচ্ছাকৃতভাবে নির্যাতন করে হত্যা করা হয়েছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত শেফালীর বাবা-মা মামলার প্রস্তুতি নিচ্ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০১৮ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।