ঢাকা, মঙ্গলবার, ১০ বৈশাখ ১৪৩১, ২৩ এপ্রিল ২০২৪, ১৩ শাওয়াল ১৪৪৫

জাতীয়

মেয়র খোকার মেয়ের বিরুদ্ধে দুদকের মামলা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২২১ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১০
মেয়র খোকার মেয়ের বিরুদ্ধে দুদকের মামলা

ঢাকা: ঢাকার মেয়র সাদেক হোসেন খোকার মেয়ে সারিকা সাদেকের বিরুদ্ধে রোববার রমনা থানায় মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সম্পত্তির হিসেব বিবরণী জমা না দেওয়ার অভিযোগে এ মামলাটি করেন দুদকের সহকারী পরিচালক মো. শামসুল ইসলাম।



রমনা থানার অফিসার ইন চার্জ (ওসি) শিবলি নোমান জানান, দুর্নীতি দমন আইন-২০০৯ এর ২৬ (২) ধারায় সম্পতির বিবরণী দাখিল না করার অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছে।

২০০৮ সালের ৪ সেপ্টেম্বর সারিকা সাদেককে সম্পত্তির হিসেবে বিবরণী জমা দেওয়ার জন্য সাত দিন সময় বেঁধে দিয়ে একটি নোটিস দেওয়া হয়েছিল বলেও জানান তিনি।

মামলার বাদী শামসুল ইসলাম বলেন, ‘সাদেক হোসেনের অবৈধ অর্থের মালিক তার মেয়ে। তার স্থাবর-অস্থাবর অনেক সম্পত্তি রয়েছে মেয়ের নামে। এসব সম্পদের অর্থের উৎস দেখাতে ব্যর্থ হয়েছেন তিনি। ’

বাংলাদেশ সময়: ১৩৫৫ ঘণ্টা, আগস্ট ২৯, ২০১০

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।