ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

অষ্টমীর দিন নিয়োগ পরীক্ষা রাখায় উদ্বেগ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩২ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
অষ্টমীর দিন নিয়োগ পরীক্ষা রাখায় উদ্বেগ পূজা উদযাপন কমিটির সংবাদ সম্মেলন

ঢাকা: প্রতিবছরের মতো এবারও শারদীয় দুর্গোৎসবের মধ্যে স্কুল, কলেজসহ সব শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার সিদ্ধান্তে উদ্বেগ প্রকাশ করেছেন পূজা উদযাপন কমিটির নেতারা। 

তারা বলেন, হিন্দু ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার সময় অনেক স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় খোলা রেখে পরীক্ষা নেওয়া হয়। ২৭ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ বিভাগের এক নোটিশে ১৭ অক্টোবর সব শিক্ষা প্রতিষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজনের নির্দেশ দেওয়া হয়েছে।

অথচ ওইদিন অষ্টমী পূজা। এজন্য আমরা উদ্বেগ প্রকাশ করছি।

শনিবার (১৩ অক্টোবর) দুপুরে ঢাকেশ্বরী মন্দিরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মহানগর সার্বজনীন পূজা কমিটি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় শেষে এ বিষয়টি জানানো হয়।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি মিলন কান্তি দত্ত, সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী, মনীন্দ্র কুমার নাথ, অ্যাডভোকেট তাপস কুমার পাল, বিপ্লব দে, মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি শৈলেন্দ্র নাথ মজুমদার, সাধারণ সম্পাদক কিশোর রঞ্জন মন্ডল প্রমুখ।

সভায় জানানো হয়, সোমবার শুভ মহালয়ার মধ্য দিয়ে দেবীপক্ষের শুভ সূচনা হয়েছে। দেবীপক্ষের সূচনালগ্নেই ঘোষিত হয়েছে আনন্দময়ীর আগমনী বার্তা। বাঙালি জীবনে ধর্মাচরণ নিজ নিজ সম্প্রদায়ের হলেও এর উৎসবের ব্যাপ্তি সার্বজনীন।
সভায় বক্তারা জানান, অষ্টমীর দিন এনআরবি গ্লোবাল ব্যাংকসহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান চাকরির নিয়োগ পরীক্ষার সময়সূচি ঘোষণা করে যা আমাদের অসাম্প্রদায়িক চেতনার পরিপন্থি।  
মতবিনিময় সভায় পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে ৭ দফা দাবি তুলে ধরা হয়।  

দুর্গোৎসবের সময় তিন দিনের ছুটি ঘোষণা, অন্য জাতীয় উৎসবের মতো বঙ্গভবন, গণভবন, নগরভবনসহ প্রধান প্রধান সরকারি ভবনে আলোকসজ্জা, সড়কে জাতীয় পতাকা ও শুভেচ্ছা বাণী দিয়ে সুসজ্জিত করা, কারাগার, হাসপাতাল, অনাথ আশ্রমে উন্নতমানের খাবার পরিবেশনসহ সাত দফা দাবি পেশ করা হয় সভায়।

এছাড়া আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকালে নিরাপত্তা নিশ্চিন্তের দাবি জানানো হয়।  

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
এসএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।