ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

উত্তরখানে বাসায় আগুন, একই পরিবারের ৮ জন দগ্ধ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০০৭ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
উত্তরখানে বাসায় আগুন, একই পরিবারের ৮ জন দগ্ধ রাজধানীর উত্তরখানে অগ্নিকাণ্ডে দগ্ধরা হাসপাতালে চিকিৎসাধীন। ছবি: ডি এইচ বাদল

ঢাকা: রাজধানীর উত্তরখানের ব্যাপারীপাড়ায় একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের ৮ জন দগ্ধ হয়েছে। তাদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।

দগ্ধ সবাইকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করেছে উত্তরা ফায়ার স্টেশন।

শনিবার (১৩ অক্টোবর) ভোর ৪টার দিকে উত্তরখানের ব্যাপারীপাড়ায় তিনতলা একটি বাড়ির নিচতলায় গ্যাস লাইনের লিকেজ থেকে আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে উত্তরা ফায়ার স্টেশনের ৩টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে এনে দগ্ধ ৮ জনকে উদ্ধার করে। উত্তরা ফায়ার স্টেশনের সিনিয়র অফিসার শফিকুল ইসলাম বাংলানিউজকে এ খবর নিশ্চিত করেন।

অন্যদিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায় আগুনে দগ্ধ ডাবলু (৩৩) শরীরের ৬৫ শতাংশ বার্ন, আজিজুল (২৭) ৯৯ শতাংশ, আনজু (২৫) ৬ শতাংশ, আব্দুল্লাহ (৫) ১২ শতাংশ, মুসলিমা (২০) ৯৮ শতাংশ, পূর্ণিমা (৩৫) ৮০ শতাংশ, সুফিয়া (৫০) ৯৯ শতাংশ ও সাগরের (১২) শরীরের ৬৩ শতাংশ পুড়ে গেছে।  

আহতদের বাড়ি পাবনা জেলার ভাঙ্গুরা উপজেলার গোবিন্দপুর এলাকায় বলে ঢামেক সূত্রে জানা গেছে।

বাংলাদেশ সময়: ০৬০৩ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮/আপডেট: ০৮০৪ ঘণ্টা
এজেডএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।