ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

বরিশালে ৮ জেলের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৬ ঘণ্টা, অক্টোবর ১৩, ২০১৮
বরিশালে ৮ জেলের কারাদণ্ড আটক জেলেরা

বরিশালে: বরিশালের বিভিন্ন নদীতে ইলিশ মাছ শিকারের সময় আটক ৮ জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার (১২ অক্টোবর) দিবাগত রাতে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার জয়দেব চক্রবর্তী পরিচালিত ভ্রাম্যমাণ আদালত তাদের এ দণ্ড দেন।

এর আগে বরিশাল সদর উপজেলার কীর্তনখোলা নদী ও বাবুগঞ্জ এলাকার আরিয়ালখা নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করে আইন-শৃঙ্খলা বাহিনী।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মানিক বেপারী, মো. শাজাহান, চান্দু বারী, নাছির খান, হেলাল হাওলাদার, মো. বাবুল হাওলাদার, মো. অলিউল্লাহ ও মো. নুরআলম।

বাংলাদেশ সময়: ০২০১ ঘণ্টা,  অক্টোবর ১৩, ২০১৮
এমএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।