ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বাহুবলে যাত্রীবাহী চলন্ত গাড়িতে আগুন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৪ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৮
বাহুবলে যাত্রীবাহী চলন্ত গাড়িতে আগুন চলন্ত যাত্রীবাহী একটি মাইক্রোবাসে আগুন

হবিগঞ্জ: হবিগঞ্জের বাহুবলে উপজেলায় চলন্ত যাত্রীবাহী একটি মাইক্রোবাসে (নোহা গাড়ি) আগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় অল্পের জন্য যাত্রীরা বড় ধরনের ক্ষতি থেকে রক্ষা পেয়েছে।

শুক্রবার (১২ অক্টোবর) বিকাল ৫টায় উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের জাঙ্গালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।  

স্থানীয়রা জানান, সিলেট থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাসে চলন্ত অবস্থায় ইঞ্জিনে আগুন ধরে যায়।

তাৎক্ষণিক চালক গাড়িটি দাঁড় করিয়ে যাত্রীদের নিরাপদে সরিয়ে নেন। এরই মধ্যে গাড়ির সামনের অংশ আগুনে পুড়ে যায়। প্রচণ্ড বৃষ্টিতে আগুন নেভাতে তাৎক্ষণিক কাউকে পাওয়া যায়নি। পরে খবর পেয়ে স্থানীয় লোকজন এগিয়ে এসে পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করেন। একপর্যায়ে আগুন নিয়ন্ত্রণে আসলেও গাড়িটি অর্ধেকেরও বেশি পুড়ে যায়।

বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বাংলানিউজকে জানান, ‘বিষয়টি আমার জানা নেই, খোঁজ নিয়ে দেখছি। ’

বাংলাদেশ সময়: ১৯৫৫ ঘণ্টা, অক্টোবর ১২, ২০১৮
জিপি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।