ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

শিক্ষিত জাতি গঠনে প্রয়োজন প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫৩ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
শিক্ষিত জাতি গঠনে প্রয়োজন প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন বক্তব্য রাখছেন মোস্তাফিজুর রহমান ফিজার

মাগুরা: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মন্ত্রী মোস্তাফিজুর রহমান ফিজার এমপি বলেছেন, জ্ঞানভিত্তিক সমাজ ও শিক্ষিত জাতি গঠনের জন্য প্রয়োজন প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন। এজন্য শিক্ষক-শিক্ষিকাদের পাশাপাশি মায়েদের প্রধান ভূমিকা রাখতে হবে।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) দুপুরে মাগুরা শেখ কামাল ইনডোর স্টেডিয়ামে মানসম্মত প্রাথমিক শিক্ষা নিশ্চিত করতে সামাজিক যোগাযোগ উদ্ধুদ্ধকরণের লক্ষে ‘মা’ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার পরপরই প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করেছিলেন।

এর আলোকেই প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা একযোগে দেশের ২৬ হাজার প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করাসহ শিক্ষকদের বেতন দ্বিগুন করেছেন। এছাড়া বছরের প্রথম দিনে নতুন বইসহ শিশুদের পাওয়া উপবৃত্তির টাকা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে মায়েদের নিকট পৌঁছে দেয়াসহ শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন প্রকার সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে।

মন্ত্রণালয়ের মহা-পরিচালক আবু হেনা মোস্তফা কামালের সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন- মন্ত্রণালয়ের সচিব আকরাম আল হোসেন, অতিরিক্ত সচিব অরুন কান্তি সরকার, প্রাধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর, মাগুরার জেলা প্রশাসক আলী আকবর, জেলা পরিষদ চেয়ারম্যান পংকজ কুণ্ড, পুলিশ সুপার খান মোহাম্মদ রেজোয়ান, সদর উপজেলা চেয়ারম্যান রুস্তম আলী, প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর খুলনা বিভাগের উপ-পরিচালক মেহেরুন্নেছা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।