ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

বরিশাল থেকে লঞ্চ চলাচলের অনুমতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
বরিশাল থেকে লঞ্চ চলাচলের অনুমতি লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছে বিআইডব্লিউটিএ

বরিশাল: ঘূর্ণিঝড় তিতলির কারণে বৈরি আবহাওয়ায় বরিশালে বন্ধ ছিলো নৌযান চলাচল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় বরিশাল ও ভোলা থেকে ঢাকাগামী ও অভ্যন্তরীণ লঞ্চ চলাচলের অনুমতি দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। তবে বন্ধ রয়েছে উপকূলীয় অঞ্চলের লঞ্চ চলাচল। 

বৃহস্পতিবার (১১ অক্টোবর) বেলা সাড়ে ৩টায় বিষয়টি নিশ্চিত করেছেন বিআইডব্লিউটিএ বরিশালের নৌ নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক আজমল হুদা মিঠু সরকার।

তিনি জানান, আবহাওয়া স্বাভাবিক হওয়ায় বরিশাল ও ভোলা থেকে ঢাকাগামী লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।

তবে ঢাকা থেকে উপকূলীয় এলাকা অর্থাৎ মনপুরা, হাতিয়ার উদ্দেশে এখনও লঞ্চ চলাচলের অনুমতি দেওয়া হয়নি।  

এদিকে বরিশাল থেকে ভোলা, মেহেন্দিগঞ্জসহ অভ্যন্তরীণ রুটের লঞ্চগুলোও এখন থেকে চলাচল করতে পারবে।

এর আগে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সম্ভাব্য দুর্ঘটনার আশংকায়  বুধবার বিকেল সাড়ে ৩টার দিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সারা দেশে সকল ধরনের যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিএ।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
এমএস/এএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।