ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

তিতলি: ২৫০ যাত্রী নিয়ে মাঝপথে ভিড়লো এমভি সাব্বির-২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৫ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
তিতলি: ২৫০ যাত্রী নিয়ে মাঝপথে ভিড়লো এমভি সাব্বির-২ চাঁদপুর লঞ্চঘাটে এমভি নিউ সাব্বির-২ লঞ্চের অবস্থান

চাঁদপুর: ঘূর্ণিঝড় ‘তিতলি’র প্রভাবে প্রায় ২৫০ যাত্রী নিয়ে ভোলা থেকে ছেড়ে আসা এমভি নিউ সাব্বির-২ লঞ্চটি চাঁদপুর লঞ্চঘাটে অবস্থান করছে।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকাল ১১টায় লঞ্চটি নিরাপদ আশ্রয়ের জন্য চাঁদপুর লঞ্চঘাটে অবস্থান নেয়।

লঞ্চের যাত্রী মো. সফিক, সেকান্দর, মোস্তফা মিয়া ও মালেক খন্দকার বাংলানিউজকে জানান, লঞ্চের সব যাত্রীই পুরো রাত আতঙ্কের মধ্যে কাটিয়েছে।

লঞ্চ কর্তৃপক্ষের অবহেলার কারণে যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছে।

লঞ্চের মাস্টার বেলায়েত হোসেন বাংলানিউজকে বলেন, নৌ-সতর্ক সংকেত জানার আগেই বুধবার (১০ অক্টোবর) বিকেল ৩টার দিকে ভোলার গোশাইরহাট থেকে লঞ্চটি ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। ধীর গতিতে লঞ্চটি রাতে চালিয়ে চাঁদপুর নৌ-সীমানায় এসে নিরাপদ আশ্রয়ের জন্য চাঁদপুর লঞ্চঘাটে অবস্থান নেয়। বিআইডাব্লিউটিএর পরবর্তী নিদের্শনা না পাওয়া পর্যন্ত লঞ্চটি এখানেই অবস্থান করবে।

বাংলাদেশ সময়: ১৪২৯ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।