[x]
[x]
ঢাকা, বৃহস্পতিবার, ৩ কার্তিক ১৪২৫, ১৮ অক্টোবর ২০১৮
bangla news

সড়ক দুর্ঘটনায় রংপুর এলজিইডি কর্মকর্তা নিহত

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-১০-১১ ১:৪৬:৫৫ পিএম
ছবি: প্রতীকী

ছবি: প্রতীকী

দিনাজপুর: দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় এলজিইডির রংপুর অঞ্চলের বিভাগীয় অতিরিক্ত প্রধান প্রকৌশলী আফজালুর রহমান (৫৯) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তার গাড়িচালক হাফিজ (৫০)।

বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকাল সোয়া ৯টায় দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের চিরিরবন্দর উপজেলার উচিৎপুর নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানান, তিনি প্রাডো জিপে করে গাইবান্ধার পলাশবাড়ী থেকে সরকারি কাজে দিনাজপুর জেলা প্রশাসক কার্যালয়ে যাচ্ছিলেন। পথে দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের চিরিরবন্দর উপজেলার উচিৎপুর নামক এলাকায় এলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় গাড়িটি সড়কের পাশের থাকা গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলে প্রকৌশলী আফজালুরের মৃত্যু হয়। আহত হয় তার গাড়িচালক হাফিজ।

চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারেসুল বিষয়টি বাংলানিউজকে জানান।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
এএটি

ক্লিক করুন, আরো পড়ুন :   সড়ক দুর্ঘটনা দিনাজপুর
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache