ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

গোদাগাড়ীতে বাস-ট্রাক সংঘর্ষে আহত ২০

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১২ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
গোদাগাড়ীতে বাস-ট্রাক সংঘর্ষে আহত ২০ দুর্ঘটনাকবলিত মিনি ট্রাক। ছবি: বাংলানিউজ

রাজশাহী: রাজশাহীর গোদাগাড়ীতে বাস ও মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২০জন আহত হয়েছেন। 

বৃহস্পতিবার (১১ অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কামারপারা ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।

গোদাগাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) সিহাবুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে নিয়ন্ত্রণ হারিয়ে রাজশাহীগামী মৌসুমী পরিবহনের একটি বাস ও চাঁপাইনবাবগঞ্জগামী মিনি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ট্রাক ও বাস চালকসহ অন্তত ২০জন আহত হন। খবর পেয়ে গোদাগাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠায়।

এ ঘটনায় ট্রাকটি রাস্তার পাশে উল্টে পড়ে গেছে। ট্রাক চালককে আশঙ্কাজনক অবস্থায় রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।

বর্তমানে ঘটনাস্থলে দুর্ঘটনাকবলিত বাস-ট্রাক উদ্ধারের কাজ চলছে। তবে বৃষ্টির জন্য উদ্ধার কাজে ব্যাঘাত ঘটছে। উদ্ধার কাজ শেষ হলে এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এসআই সিহাবুল ইসলাম।

বাংলাদেশ সময়: ১২০৭ ঘণ্টা, অক্টোবর ১১, ২০১৮
এসএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।