ঢাকা, বৃহস্পতিবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৫ এপ্রিল ২০২৪, ১৫ শাওয়াল ১৪৪৫

জাতীয়

আদিবাসী কোটা বহালের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১২ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
আদিবাসী কোটা বহালের দাবিতে শাহবাগ মোড়ে অবস্থান শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে আদিবাসী শিক্ষার্থীরা। ছবি: বাংলানিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়: সরকারি চাকরিতে পাঁচ শতাংশ কোটা বহালের দাবিতে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছে আদিবাসী শিক্ষার্থীরা।

বুধবার (১০ অক্টোবর) দুপুরের দিকে আদিবাসী সাধারণ ছাত্র কোটা সংরক্ষণ পরিষদের ব্যানারে এ অবরোধ কর্মসূচি পালন করছেন তারা। কোটা বহালের দাবিতে বিভিন্ন ধরনের স্লোগান ও প্ল্যাকার্ড বহন করছে তারা।

অবস্থানের কারণে শাহবাগ মোড় দিয়ে যান চলাচল বন্ধ রয়েছে।

আদিবাসী সাধারণ ছাত্র কোটা সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নিপুন ত্রিপুরা বাংলানিউজকে বলেন, সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে পাঁচ শতাংশ কোটা বহাল করতে হবে। কোটা বাতিলের কারণে আমাদের সাংবিধানিক অধিকার ক্ষুণ্ন করা হয়েছে।

সন্ধ্যা পর্যন্ত এ অবস্থান কর্মসূচি চলবে বলেও জানান নিপুন ত্রিপুরা।

বাংলাদেশ সময়: ১৩০৭  ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
এসকেবি/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।