ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

ময়মনসিংহে ২৬ পয়েন্টে তৎপর পুলিশ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৩ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
ময়মনসিংহে ২৬ পয়েন্টে তৎপর পুলিশ

ময়মনসিংহ: বহুল আলোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায়কে ঘিরে ময়মনসংহেও সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে পুলিশ। 

শহরের জিলা স্কুল মোড়, নতুন বাজার, গাঈিনারপাড় মোড়সহ ২৬ টি পয়েন্টে সতর্ক ও তৎপর অবস্থান নিয়েছেন পুলিশ সদস্যরা।  

এছাড়া যেকোনো ধরনের নাশকতা ও বিশঙ্খলা এড়াতে পুলিশের ৭ থেকে ৮ টি মোবাইল টিম চষে বেড়াচ্ছে শহরজুড়ে।

 

বুধবার (১০ অক্টোবর) সকাল ১১ টার দিকে ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন বাংলানিউজকে এসব তথ্য জানান।  

তিনি জানান, গোটা জেলায় এই রায়কে ঘিরে কোনো রকম নাশকতা বা বিশৃঙ্খলা বরদাশত করা হবে। জনগণের জানমাল রক্ষায় পুলিশ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে।  

দীর্ঘ ১৪ বছর পর বুধবার ঢাকার একটি আদালতে এ মামলার রায় ঘোষণা করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১১২৪ ঘণ্টা, অক্টোবর ১০, ২০১৮
এমএ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।