ঢাকা, শুক্রবার, ৬ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সাঘাটায় ৩০টি পাখি অবমুক্ত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০২২ ঘণ্টা, অক্টোবর ৮, ২০১৮
সাঘাটায় ৩০টি পাখি অবমুক্ত খোলা আকাশে ছেড়ে দেওয়া হচ্ছে পাখি

গাইবান্ধা: গাইবান্ধার সাঘাটায় অভিযান চালিয়ে উদ্ধার করা বিভিন্ন প্রজাতির ৩০টি পাখি খোলা আকাশে অবমুক্ত করা হয়েছে।

রোববার (৭ অক্টোবর) উপজেলার বিভিন্ন বিলে পাখি শিকারিদের কাছ থেকে উদ্ধার এসব পাখি অবমুক্ত করে পুলিশ।

সাঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বাংলানিউজকে জানান, পাখি শিকারিরা উপজেলার হাসিলাকান্দি বিলসহ বিভিন্ন এলাকায় ফাঁদ পেতে বকসহ বিভিন্ন প্রজাতির পাখি শিকার করছে।

এমন খবর পেয়ে রোববার সেসব স্থানে অভিযান চালিয়ে বকসহ বিভিন্ন প্রজাতির ৩০টি পাখি উদ্ধার করা হয়। পরে থানায় নিয়ে এসে পাখিগুলো খোলা আকাশে অবমুক্ত করা হয়।

পাখি শিকার রোধে পুলিশের অভিযান চলছে। এরপরও যারা পাখি শিকার করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, অক্টোবর ০৭, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।