ঢাকা, বৃহস্পতিবার, ১৪ চৈত্র ১৪৩০, ২৮ মার্চ ২০২৪, ১৭ রমজান ১৪৪৫

জাতীয়

মাদারীপুরে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ৩৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, অক্টোবর ৬, ২০১৮
মাদারীপুরে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ৩৫

মাদারীপুর: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মাদারীপুরে দু’পক্ষের সংঘর্ষে পুলিশসহ কমপক্ষে ৩৫ জন আহত হয়েছে।

শনিবার (৬ অক্টোবর) ভোরে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় দুইজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার রাতে শহরের কুটির শিল্প ও আনন্দ মেলায় প্রবেশ করা নিয়ে বাগেরপাড় এলাকার অন্তর হাওলাদারের সঙ্গে হরিকুমারিয়া এলাকার রাসেদুল ইসলাম খোকন তালুকদারের হাতাহাতি হয়।  

এরই জের ধরে শনিবার ভোরে উভয়পক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। খবর পেয়ে সদর থানা পুলিশ ও পুলিশ লাইনের অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাবার বুলেট নিক্ষেপ করে।  

এসময় ১৫ পুলিশ সদস্যসহ আহত হয় অন্তত ৩৫ জন। তাদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার বজরুল আলম মোল্লা বাংলানিউজকে জানান, এ ঘটনায় পাঁচ জনকে আটক করা হয়েছে। ঘটনার পর থেকে মাইকিং করে সবাইকে সর্তক করে দেয় পুলিশ। তবে ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

বাংলাদেশ সময়: ১০৪২ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।