bangla news

ওসমানীনগরে বাস-প্রাইভেটকার সংঘর্ষে আহত ৭

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৮-১০-০৪ ৭:৪৮:৪৮ পিএম
সিলেট

সিলেট

সিলেট: ঢাকা-সিলেট মহাসড়কের ওসমানীনগর উপজেলায় বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে সাতজন আহত হয়েছেন। তাদের মধ্যে চারজনই প্রাইভেটকারের যাত্রী।

বৃহস্পতিবার (০৪ অক্টোবর) উপজেলার গোয়ালাবাজারের ব্রাহ্মণগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।
 
স্থানীয় সূত্রে জানা যায়, সিলেট কেন্দ্রীয় বাস ট্রার্মিনাল থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী হবিগঞ্জ এক্সেপ্রেস বাস উল্লিখিত স্থানে গেলে বিপরীত দিক থেকে আসা একটি প্রাইভেটকারের সঙ্গে ধাক্কা লাগে। এতে কারের চালকসহ চার জন আহত হন। এছাড়া বাসের তিনজন আহত হন। তাদের সকলকেই উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।  
 
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমল ভৌমিক বাংলানিউজকে বলেন, আহতদের মধ্যে কার চালকসহ চার জনের অবস্থা খুবই গুরুতর।
 
এদিকে, ঘটনাস্থল থেকে দুর্ঘটনা কবলিত যানবাহন দু’টি উদ্ধার করা হয়েছে জানিয়েছেন হাইওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) গিয়াস উদ্দিন।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৮
এনইউ/টিএ

ক্লিক করুন, আরো পড়ুন :   সিলেট
        ইউটিউব সাবস্ক্রাইব করুন  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Alexa
cache_14 2018-10-04 19:48:48