ঢাকা, শুক্রবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নাইট শিফটে অফিস করবেন মেয়র খোকন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০১ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৮
নাইট শিফটে অফিস করবেন মেয়র খোকন মেয়র সাঈদ খোকন। ছবি: বাংলানিউজ

ঢাকা: রাজধানীর ট্রাফিক চাপ কমাতে নাইট শিফট চালুর চিন্তা করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র সাঈদ খোকন বলেছেন, এর অংশ হিসেবে বৃহস্পতিবার (৪ অক্টোবর) রাত ১১টা থেকে শুক্রবার ভোর ৫টা পর্যন্ত পরীক্ষামূলক কার্যালয়ের কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এদিন রাতে নগরভবনে মেয়র তার কার্যালয়ে বসে পরিচ্ছন্নতাসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজগুলো সরাসরি মনিটরিং করবেন।

মেয়রের সঙ্গে ইঞ্জিনিয়ারিং বিভাগ, পরিচ্ছন্নতা বিভাগসহ কয়েক বিভাগের কর্মকর্তারা কার্যালয়ে থাকবেন।

বাংলাদেশ সময়: ১৫৫৬ ঘণ্টা, অক্টোবর ৪, ২০১৮
এসএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।