ঢাকা, বুধবার, ১৮ আষাঢ় ১৪৩২, ০২ জুলাই ২০২৫, ০৬ মহররম ১৪৪৭

জাতীয়

সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১১, অক্টোবর ৪, ২০১৮
সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু

সিলেট: সিলেটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মকবুল হোসেন (৫২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিহত মকবুল হোসেন নগরের আখালিয়া হালতার পাড়া এলাকার ময়না মিয়ার ছেলে।  

বৃহস্পতিবার (০৪ অক্টোবর) নগরীর কানিশাইল এলাকায় একটি ফার্মেসিতে কাজ করতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কানিশাইল খেয়াঘাট এলাকায় রণি মিয়ার ফার্মেসিতে কাঠের কাজ করতে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে পড়েন মকবুল। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিলেট কোতোয়ালি থানার লামাবাজার ফাঁড়ির ইনচার্জ নূরে আলম সিদ্দিকী বাংলানিউজকে বলেন, আমি এখনো খবর পাইনি। তবে খোঁজ নিচ্ছি।  

বাংলাদেশ সময়: ১৩০৭ ঘণ্টা, অক্টোবর ০৪, ২০১৮
এনইউ/ওএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।