ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

নানিয়ারচরে জেএসএস সংস্কারের দুই কর্মী অপহৃত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০১ ঘণ্টা, অক্টোবর ৩, ২০১৮
নানিয়ারচরে জেএসএস সংস্কারের দুই কর্মী অপহৃত

রাঙামাটি: রাঙামাটির নানিয়ারচর উপজেলা থেকে জেএসএস এমএন লারমা গ্রুপের (সংস্কার) দুই কর্মীকে অপহরণ করা হয়েছে। মঙ্গলবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার মেজরপাড়ায় এ ঘটনা ঘটে।

অপহৃতরা হলেন- মেজর পাড়ার রামচন্দ্র চাকমার ছেলে দয়ানন্দ চাকমা (৪৫) ও তার ছেলে ডাল্টন চাকমা (১৮)।

স্থানীয় সূত্রে জানা গেছে, ইউপিডিএফ প্রসীত গ্রুপের ১০-১২ জনের একটি সশস্ত্র দল মঙ্গলবার সকালে মেজরপাড়া গিয়ে অস্ত্রের মুখে দয়ানন্দ চাকমা এবং তার ছেলে ডাল্টন চাকমাকে অপহরণ করে নিয়ে যায়।

তবে এ অভিযোগ অস্বীকার করে ইউপিডিএফ প্রসীত গ্রুপের সংগঠক মাইকেল চাকমা জানান, এ ঘটনার সঙ্গে তাদের সংগঠন জড়িত নয়। তাদের বিরুদ্ধে এটি একটি অপপ্রচার ছাড়া আর কিছুই নয়।

এ ব্যাপারে নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, এ বিষয়ে কেউ কোনো অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৮
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।