ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জাতীয়

অক্টোবরের শেষে জানা যাবে পদ্মাসেতুর উদ্বোধনের খবর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১০ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৮
অক্টোবরের শেষে জানা যাবে পদ্মাসেতুর উদ্বোধনের খবর ওবায়দুল কাদের/ছবি: বাদল

ঢাকা: কবে নাগাদ পদ্মাসেতু জন সাধারণের জন্য খুলে দেওয়া হবে সেই তথ্য অক্টোবর মাসের শেষে জানিয়ে দেয়া হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।      

মঙ্গলবার (০২ অক্টোবর) বনানী সেতু ভবনে পদ্মাসেতু নিয়ে এক প্রস্তুতি সভা শেষে মন্ত্রী এসব কথা বলেন।
  
কবে নাগাদ পদ্মাসেতু সবার জন্য উন্মুক্ত করা হবে এমন প্রশ্নের জবাবে কাদের বলেন, বিশ্বের মধ্যে দু’টি নদী আনপ্রেডিক্টেবল।

একটি আমাজান অন্যটি পদ্মা নদী। তাই কবে এ সেতু খুলে দেওয়া হবে এখনই দিন-ক্ষণ বলা যাবে না। তবে ডিসেম্বরের মধ্যে সেতুর কাজ শেষ হবে না।

তিনি আরো বলেন, মূল সেতুর কাজ ৭০ শতাংশ শেষ হয়েছে। ঢাকা থেকে পদ্মাসেতু হয়ে ভাঙ্গা এক্সপ্রেসওয়ের কাজ চলমান। পদ্মসেতুর নদীশাসন কাজও চলমান। এসব চলামন কাজসহ পদ্মাসেতুতে রেললিং কাজের ভিত্তি প্রস্তর কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। চলতি মাসের ১৩ তারিখে এ সব কাজের উদ্বোধন করা হবে।

সেতুর পিলারে কোনো সমস্যা আছে কি? এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, সেতুর পিলার ঠিক ঠাক হচ্ছে। সেতু পিলারে কোনো সমস্যা নাই।

এসময় রেলমন্ত্রী মুজিবুল হক উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৮
এমআইএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।