ঢাকা, শুক্রবার, ১২ বৈশাখ ১৪৩১, ২৬ এপ্রিল ২০২৪, ১৬ শাওয়াল ১৪৪৫

জাতীয়

কটিয়াদীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১১ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৮
কটিয়াদীতে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা জব্দ ভেজাল মালামাল পুড়িয়ে ধ্বংস করা হচ্ছে

কিশোরগঞ্জ: খাদ্যে ভেজালবিরোধী অভিযান চালিয়ে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায় পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

মঙ্গলবার (০২ অক্টোবর) দুপুরে এ অভিযান পরিচালনা করেন অধিদফতর কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইব্রাহীম হোসেন।

সহকারী পরিচালক বাংলানিউজকে জানান, বাজার মনিটরিং কার্যক্রমের আওতায় কটিয়াদী বাজারে অভিযান চালানো হয়।

এ সময় খাদ্যে ক্ষতিকর রং মেশানোর অপরাধে মহাদেব মিষ্টান্ন ভাণ্ডারকে ১০ হাজার, রতন বনিক স্টোরকে পাঁচ হাজার এবং পণ্যের মোড়কজাতকরণ বিধি না মানায় শীতল সাহা স্টোরকে পাঁচ হাজার, শ্যামা স্টোরকে পাঁচ হাজার ও ঝন্টু মোদক স্টোরকে পাঁচ হাজার টাকাসহ মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে ওই সব ব্যবসা প্রতিষ্ঠান থেকে জব্দ ভেজাল মালামাল পুড়িয়ে ধ্বংস করা হয়েছে বলেও জানান তিনি।

অভিযানকালে উপস্থিত ছিলেন- জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল, কটিয়াদী উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. সজিম উদ্দিন প্রমুখসহ পুলিশ সদস্যরা।

বাংলাদেশ সময়: ১৬০৫ ঘণ্টা, ২ অক্টোবর, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।