ঢাকা, শনিবার, ৭ বৈশাখ ১৪৩১, ২০ এপ্রিল ২০২৪, ১০ শাওয়াল ১৪৪৫

জাতীয়

সরাইলে ট্রাকভর্তি ওএমএস’র চালসহ আটক ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৮ ঘণ্টা, অক্টোবর ২, ২০১৮
সরাইলে ট্রাকভর্তি ওএমএস’র চালসহ আটক ৩

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় এক ট্রাক সরকারি ওএমএস’র চালসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) একটি দল। 

মঙ্গলবার (০২ অক্টোবর) সকালে বিজিবি’র পক্ষ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দরিদ্রদের মধ্যে খোলা বাজারে বিক্রির (ওএমএস) জন্য দেওয়া সরকারি চাল পাচার করা হচ্ছিল।

খবর পেয়ে সোমবার গভীর রাতে ২৫ বিজিবি ব্যাটালিয়নের একটি দল উপজেলার কালিকচ্ছ বাজারে অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে প্রায় তিনশ’ বস্তা চাল জব্দ করে। এ সময় ট্রাকচালক রবিউল আলম শাহিন, হেলপার মাসুম মিয়া ও শ্রমিক ওয়াহিদকে আটক করা হয়।  

আটক ব্যক্তিরা জানান, চালগুলো জেলার নাসিরনগর উপজেলার জুলহাস মিয়ার দোকান জুলহাস ট্রেডার্স থেকে হবিগঞ্জের চুনারুঘাট নিয়ে যাচ্ছিলেন তারা।  

এ বিষয়ে ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মুহাম্মদ গোলাম কবীর জানান, জব্দ করা চালের মূল্য ছয় লাখ ৭৫ হাজার টাকা। বিষয়টি জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের জানানো হয়েছে। টাস্কফোর্সের মাধ্যমে বিষয়টি খতিয়ে দেখা হবে।  

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, অক্টোবর ০২, ২০১৮
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।